মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দিরের দূর্গাপূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এতে টিটু পালকে সভাপতি, সঞ্জয় দেব নাথকে সাধারণ সম্পাদক ও অরুণ দেবকে কোষাধ্যক্ষ মনোনীত করে পূজা উদযাপন কমিটি ঘোষণা করা হয়।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের কেন্দ্রীয় কালী মন্দিরের সভা কক্ষে মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্ঠা ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সনাতন সমাজ কল্যাণ সংসদের সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক অমর কান্তি দত্ত, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা অজিত কুমার নাথ ও সন্তোষ কুমার চৌধুরীসহ উপজেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটি ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।