মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রোববার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মহি উদ্দিন কিশোরের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আবুল কাশেম ভূইয়া মাষ্টার, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী, সহ-সভাপতি মজিবুল হক বাহার, যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাষ্টার, মো. মনসুর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহেদুল ইসলাম জাহিদ, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল আল-ফরিদী, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রাবেয়া বেগম ও ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন। এসময় জেলা বিএনপির সদস্য মো. আবুল বশরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাওলানা অলি উল্লাহ। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া কামনা করেন নেতাকর্মীরা।