মোঃআব্দুল গফুর সুবেল,বাঘাইছড়ি প্রতিনিধি:
বাঘাইছড়ি উপজেলা সফর করেছেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সুপ্রদিপ চাকমা।
গত ২৪ আগষ্ট তিনি বাঘাইছড়ি উপজেলায় পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার সহ বিশিষ্টজনেরা।
২৪ আগষ্ট এই সফরকালে তিনি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং পৌরসভার ৭নং ওয়ার্ড,মধ্যম পাড়া বায়তূশ শরফ ও উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যা দূর্গতদের মাঝে ত্রান সামগ্ৰী বিতরণ করেন।
এসময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা প্রশাসক মোশারফ হোসেন খান,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার সহ বিশিষ্ট জনেরা।