মো:আব্দুল গফুর সুবেল,বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রিত বন্যার্তদের মাঝে চাউল বিতরণ করেছেন বাঘাইছড়ি উপজলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কৃষি বিষয়ক সম্পাদক মো: সেলিন উদ্দিন বাহার।
শনিবার (২৪ আগস্ট) সকালে হতে বিকালবেলা ও আশ্রয়কেন্দ্রে মোট ৩৫০ জন বন্যার্তদের মাঝে চাউল বিতরণ করেন।
নিজ অর্থায়নে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সেলিন উদ্দিন বাহার চাউল বিতরণ করেন।
বিতরণকালে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ আতাউর রহমান,পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা,পৌর বিএনপির সহ সভাপতি শাহাজান চৌধুরী,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এইসময় সেলিম উদ্দিন বাহার বলেন আমরা যদি যার যার স্থান থেকে অসহায় মানুষের পাশে দাড়ায় তাহলে অতিদ্রুত এই দুর্যোগ কেটে উঠবে।