নিজস্ব প্রতিনিধি:
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শুরু হয় বিশৃঙ্খলা। এ সুযোগে নাশকতাকারীদের কেউ কেউ সাধারন জনগণের ঘরবাড়ি লুটপাট শুরু করেছে, মন্দিরে হামলা চালাচ্ছে।
এ অবস্থায় রাঙ্গামাটি নানিয়ারচরে জনসাধারনের বাড়িঘর রক্ষায় কাজ করে যাচ্ছেন আনসার ও ভিডিপির সদস্যরা। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের সামনে তাদের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ভিডিপির প্লাটুন কমান্ডার সুলতান হোসেন, খোরশেদ আলম এবং নুরুল হক বলেন, আমরা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ স্যারের নির্দেশে কাজ করছি,এ দেশ আমাদের সবার। স্যারের নির্দেশে এলাকার সাধারণ জনগণকে নিয়ে উঠান বৈঠক এর আয়োজন করি। এলাকায় এলাকায় আনসার ও ভিডিপি টিম গঠন করি।কেউ যাতে সাধারণ জনগনের ঘরবাড়ি ভাঙ্গচুর করতে না পারে এবং চুরি- ডাকাতি করতে না পারে এবং হিন্দুদের উপাসনালয় ভাঙতে না পারে। আপনারা জানেন দেশে পুলিশের সদস্য কর্মবিরতে আছে তাই আমরা জনসাধারনের দায়িত্ব নিয়েছি।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আনোয়ার জাহেদ এলাকার সাধারণ জনগণকে আশ্বস্ত করে বলেন, সাধারণ জনগণের ওপর কেউ হামলা করলে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া নানিয়ারচরের সব ইউনিয়নের আনসার ও ভিডিপি নিরাপত্তা টিম গঠন করে দেয়া হয় যারা সাধারণ জনগণের জানলাম রক্ষা করবে।