মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ মানিকছড়ি উপজেলা আঞ্চলিক শাখা নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও সংগঠনের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। উদ্বোধন শেষে সংগঠনের উপজেলা শাখার সভাপতি শিমোন কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নতুন কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা। ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা।
পরে নবগঠিত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কাজল ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌজা প্রধান জয়া ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা কমিটির সভাপতি কীর্তি ভুষণ ত্রিপুরা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ভিক্টর ত্রিপুরা, উপজেলা কমিটির সাবেক সভাপতি সুবল চন্দ্র ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক সাইমন কুমার ত্রিপুরা, নতুন কমিটির সহ-সভাপতি কছম রাই ত্রিপুরা, যুগ্ন সাধারণ সম্পাদক রাজ কুমার ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রাজিন্দ্র ত্রিপুরা, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বাবুল ত্রিপুরা ও শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জ্ঞানলক্ষী ত্রিপুরা প্রমূখ।
এসময় কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, ‘ত্রিপুরা উন্নয়ন সংসদ প্রতিষ্ঠালগ্ন থেকে ত্রিপুরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। অতীতের অবস্থান এবং সমৃদ্ধি অর্জনে নতুন প্রজন্মকে শিক্ষামুখী ও কর্মমুখী করতে সংগঠনের প্রতিটি দায়িত্বশীল সদস্য কাজ করছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে মানিকছড়ি উপজেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কাজ করে যেতে হবে’। বক্তারা আরও বলেন, ‘সমগ্র ত্রিপুরা সমাজের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যতাই মূলশক্তি। সেই সাথে সংস্কৃতিক’র সাথে সম্পৃক্ত থাকা অত্যন্ত জরুরি। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতির স্বপ্ন দেখা যায় না। আমাদেরকে অবশ্যই শিক্ষিত জাতি হতে হবে। সংস্কৃতিমনা হতে হবে। সেই লক্ষ্যে নতুন কমিটিকে কাজ করতে হবে’।