মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়িতে বঙ্গবন্ধু গোল্ডকাপ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (বালিকা) প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। পৃথক খেলায় বড়ডলু কঞ্জুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ও বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৩টায় রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বালিকা দলের বড়ডলু কঞ্জুরীপাড়া প্রাথমিক বিদ্যালয় ও ঢাকাইয়া শিবির সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় ট্রাইবেকারে ২-৩ গোলের ব্যবধানে জয় লাভ করে বড়ডলু কঞ্জুরী পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল। পরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বালক দলের ওয়াকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় ২-১ গোলের ব্যবধানে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার, অনুকম্পা চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান চলাপ্রু মারমা নিলয়, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আফরিন লাকী, সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী, ডেপুটি কমান্ডার আলী হোসেন, রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যজ মারমা ও গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। এসময় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে শ্যামল ত্রিপুরা (বালক) ও সেরা গোলরক্ষক হিসেবে (বালিকা) মিলি ত্রিপুরাকে পুরস্কার প্রদান করা হয়।