অর্ণব মল্লিক কাপ্তাই প্রতিনিধি:-
রাঙামাটির কাপ্তাইয়ের আলোচিত গলাকেটে খলিল হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। ওই আসামীর নাম মোঃ শাকিল হোসেন প্রকাশ শিপন। শনিবার (১৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, থানার এসআই দীপংকর কুমার শীল, এএসআই রামধন চন্দ্র দাস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে।
এদিকে কাপ্তাই থানায় দায়েরকৃত খলিল হত্যা মামলার উল্লেখিত এজাহার সূত্রে আরো জানা গেছে, গত ২০১৮ সালের ২০ এপ্রিল সন্ধা ৭টার দিকে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর রেশম বাগান পেট্রল পাম্পের পাশে গলা কেটে হত্যা করা হয় ইব্রাহিম খলিল নামের এক ব্যক্তিকে। ওইসময় এই ঘটনায় ২০১৮ সালের ২১ এপ্রিল ভিকটিম খলিলের ভাই কাপ্তাই থানায় হত্যা মামলা দায়ের করেন। যেখানে আসামী শাকিল সহ আরো দুই-তিন জনের নাম উল্লেখ করা হয়। তারই প্রেক্ষিতে দীর্ঘ সময় পলাতক থাকার পর আসামী শাকিলকে গ্রেফতার করতে সক্ষম হয় কাপ্তাই থানা পুলিশ।
এদিকে আসামী শাকিল হোসেনকে আজ রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।