( রিপন ওঝা, মহালছড়ি)
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের এর লক্ষ্যে সেনাবাহিনীর অদম্য সাতান্ন কর্তৃক আজ ১৫জুন (শনিবার) সকাল থেকে জোনের দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় আর্তমানবতার সেবায় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রায় দূর্গম অঞ্চলগুলোতেও সেনাবাহিনীর নিজস্ব উদ্যোগে এ উপহার পৌছে দেয়া হয়।
এ সময় জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া বলেন, ঈদের আনন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে দেয়াই আমাদের মূল লক্ষ্য।
ঈদ উপহার পেয়ে স্থানীয় জনগণ সকলেই তাদের উচ্ছ্বাস ব্যক্ত করেন। আর্ত মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন এলাকার জনসাধারণ।
উক্ত ঈদ উপহার সামগ্রী হিসেবে চিনি গুড়া চাল, সেমাই, চিনি, সয়াবিন তেল, কনডেন্স মিল্ক, মসলা, পেঁয়াজ প্রভৃতি খাদ্য সামগ্রী প্রদান করা হয়।