মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- ‘ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম’ এর আওতায় খাগড়াছড়ির মানিকছড়িতে ৫ দিনব্যাপী ডিজিটাল প্রযুক্তি ‘প্রোগ্রাম এন্ড নেটওয়ার্কিং’ এবং ‘জীবন ও জীবিকা’ বিষয়ে দুটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের নিয়ে পেশাগত কোর্স বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (১০ জুন) সকাল ৯টায় মানিকছড়ি রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শুরু হওয়া পৃথক প্রশিক্ষণে অংশ নেয় মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কিন্ডারগার্টেনে কর্মরত ৫৮জন শিক্ষক।
এতে ‘জীবন ও জীবিকা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মাষ্টার ট্রেইনার মো. সাজেদুল্লাহ ও মো. মাসুদ মিয়া এবং ডিজিটাল প্রযুক্তি ‘প্রোগ্রাম এন্ড নেটওয়ার্কিং’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মো. আশরাফুল্লাহ ও মো. কামাল হোসেন। এর আগে সকাল ৯টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ ই আলম।