মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা দিয়েছে মারমা উন্নয়ন সংসদ (মাউস) মানিকছড়ি উপজেলা শাখা।
শুক্রবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় মানিকছড়ি হেডম্যান কার্যালয়ে মারমা উন্নয়ন সংসদ উপজেলা শাখার সভাপতি নিপ্রু মারমা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাচিং চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার সংস্থার সদস্য কংজরী চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন টানা দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান চলাপ্রু মারমা নিলয় ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নূরজাহান আফরিন লাকি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মাউসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম্রাগ্য মারমা, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, মাউসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাথোইঅং মারমা, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরাণী, মাউসের উপজেলা শাখার সাবেক সভাপতি মংশেপ্রু মারমা, বর্তমান সহ-সভাপতি কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক অংথোয়াই মারমা রাজু ও সাবেক সভাপতি মংশেপ্রু মারমা প্রমূখ।
আলোচনায় বক্তারা বলেন, ‘মারমা উন্নয়ন সংসদ পার্বত্য অঞ্চলে পিছিয়ে পড়া মারমা জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে কাজ করছে’। এ ধারাবাহিকতা অব্যাহত রাখছে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রত্যাশা করেন সংগঠনের দায়িত্বশীলরা।
এসময় ইউপি সদস্য অংশেপ্রু মারমা, সনাতন নেতা অমর কান্তি দত্ত ও তুষার পালসহ মাউসের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।