মো. রবিউল হোসেন:- “নো হেলমেট, নো ফুয়েল” নিশ্চিতকরণে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অভিযানে নেমেছে পুলিশ। বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার মহামুনি বাসস্ট্যান্ড ও আমতল মোড়ে জনসচেতনতায় পুলিশ অভিযান চালিয়ে সকল মোটরসাইকেল চালকদের সর্তক করেছেন। গত কয়েকদিন ধরে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে জেলা সদরে “নো হেলমেট, নো ফুয়েল” নিশ্চিতকরণে পুলিশি তৎপরতা বৃদ্ধির ফলে মোটরসাইকেলে হেলমেট ব্যবহার শুরু হয়।
এরই ধারাবাহিকতায় মানিকছড়িতেও “নো হেলমেট, নো ফুয়েল ” নিশ্চিতকরণে পুলিশ সর্তকতামূলক প্রচারাভিযান চালায়। জনবহুল এলাকায় ফেষ্টুন টাঙিয়ে এবং মোটর সাইকেলে ষ্টীকার লাগিয়ে দিয়ে সকলকে হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে অবগত করা হয়। এসময় সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ.কে. এম কামরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিন, ওসি(তদন্ত) মো. আজগর হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, ‘সচেতনতাই পারে নিজেকেও নিজের পরিবারকে সুস্থ রাখতে এবং জীবন বাঁচাতে। তাই মোটরসাইকেলে চলাচলরত সকলের উচিত হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ। আগামীকাল থেকে সড়কে চলাচলরত সকল মোটরসাইকেল ব্যবহারকারীকে হেলমেট ব্যবহার করতে হবে। এর ব্যতিক্রম হলে অপরাধীকে আইনের আওতায় আনাসহ কাউকে ফুয়েল কিনতে দেওয়া হবে না’।