মো: নাজমুল হোসেন রনি:
রাঙ্গামাটি নানিয়ারচরে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ শুরু হয়েছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিক বরাদ্দের পর পরেই নানা জল্পনা কল্পনার শেষ নেই, ভোটারদের মাঝে এবারের নানা উৎফুল্লের হাসি দেখা যাচ্ছে।
নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন ৪ জন পদপ্রার্থী। এরা হচ্ছেন অমর জীবন চাকমা(আনারস প্রতীক (সতন্ত্র),জ্যোতিলাল চাকমা – (মোটরসাইকেল প্রতীক (সতন্ত্র),প্রগতি চাকমা – (কাপ পিরিচ প্রতীক(সতন্ত্র),রুপম দেওয়ান – (দোয়াত কলম প্রতীক(সতন্ত্র)।
দেখা গেছে নানিয়াচর উপজেলা নির্বাচনে মুসলিম ও হিন্দু(বাঙ্গালী) মননীত প্রার্থী না থাকায় নির্বাচন আমেজ জমজমাট হচ্ছে।অন্যদিকে বিএনপি এবারও নির্বাচনে আসেছে না আওয়ামীলীগ থেকেও নেই দলীয় সাপোর্ট কোন প্রার্থী। তাই বাঙ্গালী মুসলিম ও হিন্দু অদ্যশিত চারটি কেন্দ্রের মধ্যে নানিয়ারচর সদর,ইসলামপুর,বগাছড়ি,বুড়িঘাটের ভোট যেদিকেই গড়াবে সেদিকেই পাল্লা ভারী হবে বলে মনে করছেন অনেকেই।
এবারের নানিয়ারচর ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩৭৭০৯ জন,যে চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রার্থীতা করছেন তারা সকলেই এলাকা ভিত্তিক হেভিওয়েট ও জনপ্রিয় থাকার কারনে পাহাড়ি এলাকার ভোট কেন্দ্রের ভোট তেমন গুরুত্বপূর্ণ না পাওয়ার সম্ভবনা রয়েছে।,কারন এলাকা ভিত্তিক জনপ্রিয়তার কারনে চারজনেরই পাহাড়ি ভোট ভাগাভাগি হওয়ার সম্ভবনা রয়েছে।
একটি সূত্রে জানাগেছে বাঙ্গালী এলাকার বগাছড়ি,ইসলামপুর,নানিয়ারচর সদর,বুড়িঘাটের এই চারটি কেন্দ্রের ভোটারগনের মননীত প্রার্থী না থাকায় এক পাক্ষিক ভোট পড়ার সম্ভবনা রয়েছে। তাই এই চার কেন্দ্রের ভোটগুলো চেয়ারম্যান প্রার্থীদের জন্য অতিব গুরুত্বপূর্ণ।
এর কারন হিসেবে দেখা হচ্ছে- বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি, ইসলামপুর, বুড়িঘাট এবং নানিয়ারচর সদর এলাকায় হিন্দু ও মুসলিম ভোটের সংখ্যা প্রায় ৯০০০ হাজার, এই ভোটাররা হিসেব কষে দেখবেন কোন প্রার্থী নানিয়ারচরে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে এলাকার মৌলিক উন্নয়ন সাধন করতে স্বক্ষম হবে তাকেই ভোট প্রদানের সম্ভাবনা থাকবে।
সুতরাং তাই অনেকেই মনে করছেন নানিয়ারচরে বাঙ্গালী ভোটের পাল্লা যেদিকেই ঘুরবে সেই হবে উপজেলা পরিষদ চেয়ারম্যান।