অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:-
রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন ডংনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করে লাঞ্ছিত করা সহ হত্যার হুমকি দেওয়ার অপরাধে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এবং রাইখালী ইউনিয়ন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য উচহলা মারমা (৪০) কে গ্রেফতার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ মে) অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।
চন্দ্রঘোনা থানা সূত্রে ঘটনার বিবরণে জানা যায়, গত বুধবার দুপুরে ডংনালা উচ্চ বিদ্যালয়ে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করে বিদ্যালয়টির সদ্য এমপিও ভুক্ত হওয়া এক নারী পরিচ্ছন্নতা কর্মী। সেই খাবার আয়োজনে দাওয়াত দেওয়া হয়নি অভিযুক্ত ইউপি সদস্য ও ডংনালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি উচহলা মারমাকে। তাই সে ক্ষিপ্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় ক্লাস চলাকালীন সময়ে প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহার (৫৭) অফিস কক্ষে এসে আটক করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে এবং হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে রাখে। সেইসাথে প্রধান শিক্ষকের মুখে চড় থাপ্পড় দিয়ে আলমারীর চাবি নিয়ে ফেলে। এসময় প্রধান শিক্ষক এর অফিস কক্ষে আরো ৬ জন শিক্ষক এবং বিদ্যালয় কমিটির আরো ৩ জন সদস্য উপস্থিত ছিলো। এদিকে অভিযুক্ত ইউপি সদস্য ও পরিচালনা কমিটির সভাপতির এমন আচরণে সবাই হতভম্ব হয়। পরে অভিযুক্ত ইউপি সদস্য বিদ্যালয়ের রান্না বিষয়ক ক্লাশের কিছু হাড়ি পাতিল চুরি করে বস্তা ভরে নিয়ে যায় এবং প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেয়। এসময় সে তার কথা মত বিদ্যালয় পরিচালনা করতে হবে বলে প্রধান শিক্ষককে সতর্ক করে আর না হলে বিদ্যালয় এবং এলাকা ছাড়া করা সহ জানে মেরে ফেলার ও হুমকি দেয় অভিযুক্ত ওই ইউপি সদস্য। পরে প্রধান শিক্ষক মিথুন সাহা চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত ইউপি সদস্য এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উচহলা মারমকে গ্রেফতার করে চন্দ্রঘোনা থানা পুলিশ।
এবিষয়ে ডংনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহার কাছে জানতে চাইলে তিনি তিনি মুঠোফোনে শুক্রবার সকাল ৮টায় এই প্রতিবেদককে জানান, আমার সাথে ইউপি সদস্য যেই আচরণ করেছে এতে আমি খুব ভেঙে পড়েছি। ঘটনার পর আমি উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত করেছি। তাঁদের সাথে আলোচনা করে আমি অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এবং আমি এই ঘটনার সুষ্টু বিচার চাই।।
এদিকে সম্পূর্ণ বিষয়টির সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, এই ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য ও ডংনালা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি উচহলা মারমাকে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।