চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাধীন পূর্ব গোমদন্ডী, ৫নং ওয়ার্ড,বলীর বাড়িতে শ্রী শ্রী বাসন্তী মন্দির প্রাঙ্গণে আগামী ১৪-১৮ এপ্রিল বাসন্তী পূজায় বসন্ত উৎসব ও মিলনমেলার আয়োজন করবে পূর্ব গোমদন্ডী পল্লী উন্নয়ন সমিতি শ্রী শ্রী বাসন্তী পুজা উদযাপন পরিষদ-২০২৪।
অশোক ষষ্ঠীতে গঙ্গা পূজার মাধ্যমে মাতৃ আহ্বান করে পূজার শুভারম্ভ করা হবে।৫দিনব্যাপী বাসন্তী পূজায় বসন্ত উৎসব ও মিলনমেলায় প্রতিদিন মাতৃপূজা,চন্ডী পাঠ, অঞ্জলি নিবেদন,দুপুর এবং রাতে প্রসাদ বিতরণ,আলোচনা সভা ও পরিশীলিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
অশোক ৬ষ্ঠীতে সনাতন ধর্মীয় ব্যান্ড ” প্রনাম” এর পরিচালনায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অশোক ৮মী তে কুমারী পূজা ও নৃত্যাঞ্চল সংগীত নিকেতনের পরিবেশনায় থাকবে ধ্রুপদী নৃত্যানুষ্ঠান
এবং রাম নবমীতে ব্রহ্মচারী শান্তানন্দ’র পৌরহিত্যে চন্ডী যজ্ঞ পরিচালনা করা হবে।
ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই মিলেমিশে বাসন্তী পুজায় অংশগ্রহণ ও তিথি অনুযায়ী বাসন্তী পূজা অনুষ্ঠান আয়োজনে সম্প্রীতিময় ও শৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য কমিটি সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজু চৌধুরী ও সাধারণ সম্পাদক বাপ্পা চৌধুরী।