সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি ( রাঙ্গামাটি)প্রতিনিধি:-রাঙ্গামাটিতে ড:রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২৯/০৩/২০২৪ -২০২৪ইং রাঙাপানি কান্ত স্টেডিয়ামে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বলে জানান উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক বিভূতি-ভূষণ চাকমা এবং সদস্য উষামং মার্মা। এতে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শ্রী উষাতন তালুকদার।
এতে জেলা উপজেলা হতে মোট ১৬ টি টিম অংশগ্রহণ করেন। ফাইনালে মুখোমুখি হয় বিলাইছড়ি রাইংখ্যং একাদশ বনাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদিবাসী দল।বিলাইছড়ি দল ২-০ গোলে এগিয়ে বিজয়ী হয়।ম্যান অফ দ্যা ম্যাচ- সোহাগ বাবু মারমা(বিলাইছড়ি) সেরা গোলকিপার- থুইচিংনু মারমা(বিলাইছড়ি)সেরা গোলদাতা-অজান্ত চাকমা(বিলাইছড়ি)
টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় – প্রেন সং ম্রো।