মাত্র ৩৩ বছর বয়সে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেলেন জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার চট্টগ্রাম বাকলিয়া নিবাসী মোহাম্মদ ইদ্রিস রুবেল(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১ এপ্রিল) নগরীর একটি বেসরকারি হাসপাতালে দুপুর সাড়ে তিনটায় মহান প্রভুর ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান তিনি।রুবেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন।এছাড়া তিনি বাকলিয়া-চান্দগাঁও থানার সামাজিক সংগঠন মুক্ত কাফেলার সহ-সাধারণ সম্পাদক ও গ্রীণ বার্ডস স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।
মোহাম্মদ ইদ্রিস রুবেল চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল বড় কবরস্থান শাহ মজিদিয়া মাদ্রাসা এলাকার মোহাম্মদ ইউনুসের ছেলে।
রাত দশটায় শাহ মজিদিয়া ইসলামিয়া মাদ্রাসায় মরহুমের জানাযার অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে এলাকায় ও তার কর্মস্থল ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুতে জনতা ব্যাংক পরিবার,গ্রীণ বার্ডস স্কুল পরিচালনা পর্ষদ,শিক্ষক কর্মচারীবৃন্দ,সমাজসেবী সংগঠন মুক্ত কাফেলার নেতৃবৃন্দ,এলাকার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ,শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কর্মজীবনে মোহাম্মদ ইদ্রিস রুবেল জনতা ব্যাংক অক্সিজেন বালুচরে শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।তাঁর মা-বাবা,স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছে।