মো. রবিউল হোসেন:- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনস্থ্য জাতীয় মহিলা সংস্থা ‘তথ্য আপা মানিকছড়ি উপজেলার আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পে (২য় পর্যায়) খাগড়াছড়ির মানিকছড়িতে তৃণমূল পর্যায়ে নারীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতামূলক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার প্রত্যন্ত জনপদ গোরখানার শাহনাশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসা অডিটরিয়ামে উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এনি মারমার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা প্রণব কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মহিউদ্দিন ও সমাজ সেবা কর্মকর্তা মো. মুরাদ হোসেন।
বৈঠকে নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈসম্য, স্বাস্থ্যগত সমস্যা ও বাল্য বিবাহসহ নারী ও কিশোরীদের জীবন-জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন বক্তারা। এতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় নানা বয়সী নারীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন। এসময় উপজেলা তথ্যসেবা কেন্দ্রের তথ্যসেবা সহকারী শাহানাজ আক্তার উপস্থিত ছিলেন।