সরওয়ার কামাল, কক্সবাজার
মহেশখালী উপজেলার শাপলাপুর কায়দাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৮ই মার্চ বিকাল ৩ টায় বিদ্যালয়ের সভাপতি মোঃ নুরুল আলমের সভাপতিত্বে ৫ম শ্রেণীর ছাত্র মোঃ শাহজাহানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন- কায়দাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা এহতেশাম বিল্লাহ, বারিয়াপাড়া মডেল একাডেমির প্রধান শিক্ষক এম.আব্দুল হান্নান, মুকবেকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, রাজঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মোল্লা, মিঠাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরওয়ার আলম। উপস্থিত ছিলেন- পিটিএ কমিটির সভাপতি তসলিমা আক্তার, শাপলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহাব উদ্দিন মাহমুদ,
জনাব শাহাব উদ্দিন মাহমুদ। এছাড়া ও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।