মোঃ গোলামুর রহমান; লংগদু, রাঙামাটিঃ
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউপিতে কাপ্তাই হৃদে পানিতে পড়ে মৃত্যু বরণ করেন দুই বছরের এক শিশু।
বুধবার ( ৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় এঘটনা ঘটে। শিশুটি বগাচতর ইউপির মারিশ্যাচর এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার ভুঁইয়ার নাতি মোঃ তামিম হোসেন (০২), পিতা, মোঃ আব্দুল হামিদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতি দিনের ন্যায় শিশুটি খেলাধুলা করছিলো, হঠাৎ সকলের অজান্তে পানিতে চলে যায় সে। পরে পরিবারের লোকজন দেখে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় রাবেতা হাসপাতাল নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার বলেন, আমরা সকলে বাড়িতেই ছিলাম কখন চোখের আড়ালে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বুঝতে পারিনি।