মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা টাউন হলে উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমার সঞ্চালনায় কর্মশালায় মৎসসম্পদ সম্প্রসারণ ও ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ কার্যক্রম উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের পরীবিক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা হিযবুল বাহার ভূঁইয়া। এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো.আব্দুর রহিম ও মো.আব্দুল মতিন।
কর্মশালায় অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীরা পাবর্ত্য চট্টগ্রামের মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।