মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি প্রকল্প-২ এর উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে ইউনিয়ন পর্য়ায়ে অ্যাডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরাম ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ মার্চ) বিকাল ৩ টায় উপজেলার তিনটহরী ইউনিয়নে কুঞ্জরী পাড়ায় ফোরামের সহ-সভাপতি সমিরা বডুয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাড়া কার্বারী, কুঞ্জরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ধর্মীয় গুরু, এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, ইউনিয় পর্যায়ে এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের উপকারভোগী সদস্য, ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান ও মাঠ সহায়ক আবাইশে মারমা উপস্থিত ছিলেন।
এসময় অত্র ইউনিয়নের চলমান বিভিন্ন সামাজিক সমস্যার আলোকে বিস্তারিত আলোচনা এবং তা নিরসনে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। পরবর্তীতে পরিকল্পনা অনুসারে সেবাদানকারী বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে আবেদনের মাধ্যমে চাহিদা পূরণের জন্য দাবি জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।