নিজস্ব প্রতিনিধি:
বান্দরবানে অনাথ শিশুদের অংশগ্রহণে উদযাপন হয়েছে “দৈনিক সময়ের আলোর” পত্রিকার ৫ম তম প্রতিষ্ঠাবার্ষিকী।
রআিবার (৩ মার্চ) সকালে সদরের সুয়ালক ইউনিয়নের প্রান্তিক লেক শান্তমিত্র বৌদ্ধ ম্রো অনাথ আশ্রম ও বির্দশন ভাবনা কেন্দ্রের সমাজে পিছিয়ে পড়া অনাথ শিশু শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
পরে অনাথ শিক্ষার্থীদের বান্দরবান জেলা প্রতিনিধি কিকিউ মারমা সময়ের আলো পক্ষ থেকে কিছু শিক্ষা সামগ্রী, মিষ্টি ও খাদ্য তাদের হাতে তুলে দেয়া হয়।
অনুষ্ঠানের অনাথ আশ্রমে পরিচালক ও বিহারাধ্যক্ষ শান্তমিত্র মহাথের বলেন, দূর্গম প্রত্যন্ত অঞ্চলের মাতা পিতাহীন সুবিধাবঞ্চিত ৪৫ জন অসহায়দের নিয়ে ২০১৯ সালে শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় জীবনযাপনের লক্ষ্যে গড়ে তোলা এই অনাথআশ্রম।
তিনি আরো বলেন, বান্দরবান জেলার অন্তর্গত সুয়ালক ইউনিয়নে ০২ নং ওয়ার্ডে পাহাড়ের বেষ্টিত ও দূর্গম প্রত্যন্ত এলাকা প্রান্তিকলেক ম্রো পাড়া মাত্র ৬ টি ম্রো সম্প্রদায় বৌদ্ধ পরিবার নিয়ে এই বৌদ্ধ বিহার ও অনাথআশ্রম। আমার ভিক্ষুত্ব জীবনের যা দান-দক্ষিনা পেয়ে থাকি তা হতে সম্পূর্ণ এই অনাথআশ্রম ও বৌদ্ধ বিহারের জন্য ব্যয় করে থাকি। এই অনাথআশ্রমের পিছিয়ে পড়া জনগোষ্ঠী সর্বমোট ৪৫ জন সুবিধাবঞ্চিত, অসহায়, অনাথ শিশুর আশ্রয় হয়েছে। অত্যন্ত দুর্গম নাইক্ষ্যংছড়ি, আলীকদম, লামা, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রুমা, রোয়াংছড়ি, উপজেলায় দূর্গম পাড়া থেকে অসহায়, মাতাপিতা হীন ছেলেদের এখানে শিক্ষা অর্জন ও ভরনপোষন করা হয়। তাদের খাওয়াদাওয়া, লেখাপড়া, কাপড়চোপড়, চিকিৎসা সহ সম্পূর্ণ খরচ আমার নিজের দান-দক্ষিনা দিয়েই চলমান রয়েছে। এই অনাথশিশুরা আগামীতে প্রাথমিক শিক্ষায় ও ধর্মীয় শিক্ষায় আলোকিত হউক, এবং জাতি, সমাজ ও মানবের তরে কল্যাণমূলক কাজ করুক এটাই কাম্য। বর্তমানে এখানে মারমা, ম্রো, খেয়াং ও বড়ুয়া সম্প্রদায়ের ছেলেরা অবস্থান করছে।
অনাথ শিশুদের কষ্টে কথা তুলে ধরতে গিয়ে তিনি বার্তা পোস্টকে বলেন, এই ৪৫ জন ছেলেদের থাকার জন্য তেমন কোন এখনও উন্নত স্থান করে দিতে পারিনি। বিহারের উপাসনার স্থানেই রাতে ঘুমানোর বিছানা করে তাদেরকে ঘুমাতে হয়। ভবিষ্যতে তাদের থাকার জন্য ৫ কক্ষ বিশিষ্ট একটা হল রুম করা হলে, তাহলে ছেলেরা সুনিশ্চিত ভাবে অবস্থান করতে পারবে। আগামী প্রজন্মকে রক্ষায় সমাজের বিত্তবানগণদের এগিয়ে আসা আহ্বান রইল।
এই মহেন্দ্রক্ষনে অনাথশিশুদের পক্ষ থেকে দৈনিক সময়ের আলো প্রত্রিকার যারা জড়িত সকল সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই।
এসময় নতুন সময় বান্দরবান জেলা প্রতিনিধি, উথোয়াইচিং মারামা রনি, নাগরিক টিভি জেলা প্রতিনিধি, আকাশ মারমা মংসিং, প্রথম আলো জেলা ফটোগ্রাফার (আলোকচিত্রকর) মংহাইসিং মারমা ছোটন, দৈনিক মুক্ত খবর জেলা প্রতিনিধি হ্লাথোয়াইচিং, সুশীল সমাজের প্রতিনিধি, কোকোসিং মারমা, সমাজসেবক লুসাইমং মারমা ও জয় মারমা সহ অনাথ আশ্রমে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বান্দরবানে “দৈনিক সময়ের আলো”র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে অনাথ শিশুদের অংশগ্রহণ।
Leave a comment
Leave a comment