বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে ম্রো জনগোষ্ঠীদের জুমের নতুন ফসল ও আগামী জুমের ফলন ভালো হওয়ার জন্য দেবদেবীর উদ্দেশ্যে শস্যপূজা উৎসব চাময় ও লোক সাংস্কৃতিক অনুষ্ঠান’২৪ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের বটতলী (৯মাইল) ম্রলং পাড়ায় ম্রো সম্প্রদায়ের তরুণ-তরুণীরা নিজস্ব ঐতিহ্য পোষাক পরিধান করে চাময় মঙ্গল শোভা যাত্রার মাধ্যমে জুমের নতুন ফসল উৎসর্গ ও প্রার্থণা, জুম চাষের সরঞ্জামাদি ও জুমের ফসল প্রদর্শন, নতুন ধানের পিঠামেলা, ম্রোদের লোকসংগীত, লোক নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বান্দরবান জেলা পরিষদের সদস্য সিয়ং খুমি সভাপতিত্বে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ব্যবস্থাপনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: আতাউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি আতাউর রহমান বলেন, সমতলের পাশাপাশি পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতিক ও ঐতিহ্য রক্ষার জন্য বাংলাদেশ সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানের বিভিন্ন নৃগোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্য ও ভাষা সংরক্ষণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট গবেষণার পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে এবং যেসব ভাষা বা সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলো ধরা রাখা সম্ভব হবে বলে মনে করেন এই কর্মকর্তা।
বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ইন্টার ১ম বর্ষের ছাত্রী তুমলে ম্রো ও একই কলেজের ছাত্র মেনতন ম্রো বলেন, জুমের ফলাদি শস্যগুলো বাড়িতে নিয়ে আসার পর শস্যগুলোকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করে উৎসর্গ করি। এরপর শস্য গুলো প্রতিবেশিদের সাথে ভাগ বন্টন করি। সেই সাথে নতুন ধানের পিঠা তৈরী করে আনন্দ উল্লাসে মেতে উঠি।
বেনজামিন ম্রো নামে এক ছাত্র বলেন, চাময় হচ্ছে ম্রো সম্প্রদায়ের অন্যতম একটা উৎসব। মুলত এই উৎসবটি বছরে একবার হয়। এসময় উৎসবের আনন্দে আমরা গান বাজনা নাচ করি। সারা বছরের রোদে পুড়ে কষ্টে ফলানো ফসল আজকে চাময় এর দিনে পেয়ে আনন্দ অনুভব করি। এই উৎসবে দূর দূরান্ত অন্য গ্রাম থেকেও আসে উৎসবটি পালন করার জন্য।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠার সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনুচিং, সহকারী পরিচালক লীলা ম্রো, গবেষণা কর্মকর্তা কাই ওয়াই ম্রো , কথোওয়াই নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েল ত্রিপুরা, ম্রো কমিউনিটি এর বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
বান্দরবানে ম্রো সম্প্রদায়ের চাময় উৎসব পালন।
Leave a comment
Leave a comment