মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ৪নং তিনটহরী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার তিনটহরী ইউনিয়ন পরিষদ সংলগ্নে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. মোকতাদের হোসেনের সঞ্চালনায় ও উপজেলা শাখার সভাপতি মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল মজিদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব এসএম মাসুম রানা, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাত হোসেন কায়েস, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো. লোকমান হোসেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন, ছাত্র পরিষদ উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান, খাগড়াছড়ি ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন বিন সুরুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশেরই এক ও অবিচ্ছেদ্য অংশ। এক দেশে কোটা বৈষম্যসহ দু`ধরনের আইন বিরাজমান। পার্বত্য চট্টগ্রামের কতিপয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনসহ তাদের অঙ্গ সংগঠন প্রতিনিয়ত নিরীহ বাঙালিদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। গুম, হত্যা, নির্যাতন, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগসহ বর্বরতম সব ঘটনা ঘটিয়ে যাচ্ছে বাঙালিদের উপর। এসব বর্বরতায় এবং অত্যাচারে বাঙালিরা হারাচ্ছে তাদের ভিটেমাটি, এমনকি তাজা প্রাণও হারাচ্ছে অনেকেই’।
বক্তারা আরো বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের যেকোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বর্তমানে চাকুরিরত পার্বত্য বাঙালি কর্মকর্তা কর্মচারী খুঁজে পাওয়া দুষ্কর। একদিকে সরকারের তরফ থেকে দেয়া উপজাতি অগ্রাধিকার কোঠা, অন্যদিকে আঞ্চলিক পরিষদের চাপ, প্রয়োজনে তাদের অস্ত্রের ব্যবহারে চলছে প্রতিনিয়ত সুবিধা আদায়ের কৌশল। সর্বশেষ মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করেও কোঠা বৈষম্যে পাহাড়ের অনেক বাঙ্গালী শিক্ষার্থী সুযোগ না পাওয়া এর জলন্ত উদাহরণ’
মতবিনিময় সভা থেকে সকল জাতি গোষ্ঠীর প্রতি সকল ধরণের বৈষম্য দূর করার জন্য আহ্বান জানান বক্তারা।
পরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ তিনটহরী ইউনিয়ন শাখায় মো. জাহাঙ্গীর হোসেনকে সভাপতি, মো. কামাল হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, মো. মনির হোসেনকে সাধারণ সম্পাদক, মো. সুমনকে যুগ্ন সাধারণ সম্পাদক, মো. মফিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও হাফেজ মাজহারুল ইসলামকে প্রচার সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ তিনটহরী ইউনিয়ন শাখায় মো. জুবায়ের ইসলাম ইমনকে সভাপতি, হাফেজ মনির হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, সাজ্জাদ হোসেনকে সাধারণ সম্পাদক, মো. কামরুল হাসানকে যুগ্ন সম্পাদক, তহিদুল ইসলাম বাবুকে সাংগঠনিক সম্পাদক ও মো. ইলিয়াস হোসেনকে প্রচার সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।