মো:কামরুল ইসলাম,খাগড়াছড়ি সদর:
আগামি ১০ ফেব্রুয়ারি খাগড়াছড়ি পৌর সভার নব নির্বাচিত মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহন অনুষ্ঠিত হবে।
আজ ২ ফেবুয়ারি চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের নিকট প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।
উক্ত প্রজ্ঞাপনে বলা হয় যেহেতু খাগড়াছড়ি পৌর নির্বাচনে কোন আইনগত সমস্যা নেই,তাই আগামী ১০/২/২০২১ইং তারিখ বিকাল ৫ঘটিকায় চট্রগ্রাম সার্কিট হাউজে পৌরসভা আইন ২০০৯এর ২৮(১)ও২৮(২)এর ধারা অনুসারে যাবতীয় কার্যাদি সুসম্পন্ন করে নির্ধারিত তারিখ,সময় ও স্থানে নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
শপথ গ্রহন অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ (এন ডি সি)উল্লেখ্য যে গত১৬জানুয়ারি খাগড়াছড়ি পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে “নির্মলেন্দু চৌধুরী “মেয়র হিসেবে নির্বাচিত হন। সংরক্ষিত নারী কাউন্সিলর ৩জন ও ৯জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত হন।