মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়িতে মারমা উন্নয়ন সংসদ (মাউস) তিনটহরী ইউনিয়ন শাখার ২য় তম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে কংচাইরী মারমাকে পুররায় সভাপতি, মধু চৌধুরীকে সাধারণ সম্পাদক ও মংসাথোয়াই মারমাকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার বড়ডলু উচ্চ বিদ্যালয়ের হল কক্ষে কংচাইরী মারমা’র সভাপতিত্বে ও অংথোয়াই মারমা রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মারমা উন্নয়ন সংসদের মানিকছড়ি উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা মংশেপ্রু মারমা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিটির সভাপতি নিপ্রু মারমা, সহ-সভাপতি কংজপ্রু মারমা, সাধারণ সম্পাদক সাচিং চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক উহ্লাচাই মারমা, মানিকছড়ি ইউনিয়ন শাখার সভাপতি অংগ্য মারমা, যোগ্যাছোলা ইউনিয়ন শাখার সভাপতি অংশেপ্রু মারমা ও ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ক্যচিং মারমা।
এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে মারমা উন্নয়ন সংসদ (মাউস) মারমা জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে। পিছিয়ে থাকা সমাজকে এগিয়ে নিতে, আগামির সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়তে ছেলে-মেয়েদেরকে সুশিক্ষিত করার পাশাপাশি সুন্দর সমাজ ব্যবস্থায় মারমা সমাজের সচেতন প্রতিনিধিদেরকে উদ্যোগ নিতে হবে’। আর তা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সম্মেলনে সংগঠনের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমিটির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।