মো. রবিউল হোসেন, নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ ২০২৩ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা প্রদর্শনীতে ফটো সাংবাদিক শ্যামল নন্দীর দুটি ছবি স্থান পেয়েছে। মাসব্যাপী প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী।
যে খানে স্থান পেয়েছে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুতে রেল সংযোগ, মাতারবাড়ী সমুদ্রবন্দর চ্যানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ঢাকা-কক্সবাজার রুটে রেল এবং সারাদেশে বহু মডেল মসজিদসহ উন্নয়নের নানা আলোকচিত্রসমূহ।
শ্যামল নন্দীর স্থান পাওয়া দুটি ছবি হচ্ছে বঙ্গবন্ধু টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের ছবি। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
উল্লেখ্য, ‘উন্নয়নের বাংলাদেশ, নান্দনিক বাংলাদেশ’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতায় ২১৪ জন আলোকচিত্রশিল্পীর ৬৩৮টি আলোকচিত্র জমা পড়ে। সেখান থেকে ১২৯ জন শিল্পীর ২৩৫টি আলোকচিত্র এই প্রদর্শনী ও প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে।
জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি, ২০২৪ পর্যন্ত।