হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র ৯৫তম খোশরোজ শরিফ উপলক্ষে অসহায় গরীব দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঔষধসহ ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত।
বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র ৯৫তম খোশরোজ শরিফ উপলক্ষে অসহায় গরীব দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঔষধসহ ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প মরহুম আলহাজ্ব শেখ রাজা মিয়া’র পরিবার ও তার কনিষ্ট সন্তান আমেরিকা প্রবাসী মোহাম্মদ তানভীর মানিকের পৃষ্টপোষকতায় ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,হারুন ভাণ্ডার দরবার শরীফ শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। চিকিৎসা ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঘাসফুলের চেয়ারপারসন ও হাটহাজারীর সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এর সহধর্মীনি পারভীন মাহমুদ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং গুমান মদ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান।আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার সাংগঠনিক সমন্বয়ক মোহাম্মদ হোসাইন মঞ্জুর, মোহাম্মদ সিরাজুল ইসলাম ইমরান, মোহাম্মদ আক্তার হোসেন ও মোহাম্মদ রাহেন উল্লাহ মামুন।পূর্ব গুমান মর্দ্দন আল মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা: মোহাম্মদ শফিউল আলম,সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাহের মাস্টার,সহ- সভাপতি মোহাম্মদ কোরবান আলী,হারুন ভাণ্ডার দরবার শরিফ শাখার উপদেষ্টা মোহাম্মদ নাজিম উদ্দিন,সভাপতি মোহাম্মদ লোকমান হাকিম,সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদুল আলম তানভীর,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী মানিক, অত্র শাখা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।