মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- অনলাইন প্লাটফর্ম ‘মানিকছড়ি সেল বাজার’ আয়োজিত ‘ফটো কনটেস্ট’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে মানিকছড়ির বাসিন্দা মো. ইমরান হাসানের শিশু কন্যা সিদরাতুল মুনতাহা ইকরা, দ্বিতীয় স্থান অর্জন করে মো. মাসুদ উজ জামানের শিশু কন্য মরিয়ম উজ জামান ও তৃতীয় স্থান অর্জন করে মো. সাহেদের শিশু কন্যা আফ্রা বিনতে সাহেদ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মানিকছড়ি ফুড হাউজের সভা কক্ষে ‘মানিকছড়ি সেল বাজার’ গ্রুপের মডারেট মো. ইমনের সঞ্চালনায় ও গ্রুপের পরিচালক মেজবাহ উদ্দিন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ মো. আতিউল ইসলাম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহম্মেদ, সহকারি শিক্ষক মো. হানিফ, সংবাদিক মো. ইসমাইল হোসেন, মো. রবিউল হোসেন ও ফুড হাউজের পরিচালক মো. রাশেদুল ইসলাম। মাসব্যাপী এই প্রতিযোগিতা পরিচালনা করেন ‘মানিকছড়ি সেল বাজার’ গ্রুপের মডারেটর মো. নুরুন নবী রাজু।
প্রতিযোগিতার বিষয়ে গ্রুপের প্রধান এডমিন ও পরিচালক মেজবাহ উদ্দিন ইমন জানান, “মানিকছড়িসহ আশপাশের উপজেলার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয়-বিক্রয় সহজ করার লক্ষে মানিকছড়ি সেল বাজার (MSB) গ্রুপটির সূচনা করা হয়। শুরু থেকে ভালো সাড়া পেয়েছে ক্রয়-বিক্রয়ের এই অনলাইন প্লাটফর্ম। এটিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি”।
আলোচনা শেষে ফটো কনটেস্ট প্রতিযোগিতায় বিজয়ীদের পিতার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় গ্রুফের এডমিন মটারেটর, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।