উথোয়াইচিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে আগামী ১৪ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন চর্তুথ ধাপে পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ জাবেদ রেজা ৩ দাবীতে সুষ্ঠুভাবে পৌরসভা নির্বাচনের প্রেক্ষিতে এক সংবাদ সম্মেলণের আয়োজন করেন।
সোমবার(০১.০২.২০২১ইং) তারিখ ১১টায় জেলা শহরের একটি রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলণে জেলা বিএনপি সভাপতি ম্যাম্যাচিং মারমা, সহ-সভাপতি লুসাইমং মারমা, আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা, কাজী মহতুল মহতুল হোসেন যত্ন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, চনুমং মারমা সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আগামী ১৪ ফেব্রুয়ারী চর্তুথ ধাপে এভিএম পদ্ধতিতে বান্দরবান পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পৌরসভায় ১৩টি ভোটকেন্দ্র। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা কর্মকর্তা নিয়োগসহ তিনটি দাবীর কথা জানিয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী মোঃ জাবেদ রেজা।
তিনি আরো দাবীতে জানান, ভোটগ্রহণের সময় প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা, সুষ্ঠু নির্বাচনের জন্য পৌরসভা এলাকার ভিতর বহিরাগতদের অনুপ্রবেশ যাতে না হয় আগামী ১২-১৫ফেব্রুয়ারী পর্যন্ত শহরের প্রত্যেকটি আবাসিক হোটেল-মোটেল, পর্যটনগুলো বন্ধ রাখাতে হবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ২৯জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। নির্বাচন অফিসের তথ্য মতে এবারের পৌর নির্বাচনে এলাকায় মোট ভোটার সংখ্যা ২৯হাজার ৭২৯জন। পুরুষ ১৬হাজার ৬০৯ এবং নারী ভোটার ১৩হাজার ১২০জন রয়েছে।
সংবাদ সম্মেলণে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সকল দলের নেতাসহ প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সবার সহযোগীতা কামনা করেন মেয়র পদপ্রার্থী জাবেদ রেজা।