মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন দাখিল ও ইবতেদায়ী মাদরাসায় কর্মরত শিক্ষকদের সমন্বয়ে উপজেলা মাদরাসা শিক্ষক সমিতি গঠন করা হয়েছে। এতে দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহাম্মদ বেলাল উদ্দিনকে সভাপতি, ছিদ্দিকীয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক ও কালাপানি নতুন বাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের দক্ষিণ চেংগুছড়া নেছারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও মো. ফারুক হোসেনের সঞ্চালানায় অনুষ্ঠিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় মানিকছড়ি উপজেলার দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসার ২১ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
মানিকছড়ি উপজেলার সকল মাদ্রাসার উন্নয়নকল্পে ও সুষ্ঠ ভাবে মাদ্রাসা পরিচালনার স্বার্থে এই সমিতি গঠন করা হয় বলে জানান দায়িত্বশীলরা। পরে নবাগত মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়ার সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন নবগঠিত কমিটি নেতৃবৃন্দ।