মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের করা অবৈধ অনুপ্রবেশ মামলায় চার মাস কারা ভোগের পর অম্বর থাপা বুড়া (২৪) নামে এক নেপালি নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে। অম্বর থাপা বুড়া নেপালের কর্ণালী প্রদেশের জাজারকোট জেলা দর্জিত বুড়ার ছেলে।
মঙ্গলবার(১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল-ফরহাদ নেপাল দূতাবাসের ২য় সেক্রেটারি ইউজানা বামজান (yonaja Bamjan) এর কাছে তাকে হস্তান্তর করেন।
এ সময় অম্বর থাপা বুড়ার বরাতে নেপাল দূতাবাসের সেক্রেটারি ইউজানা বামজান বলেন, দীর্ঘ চার মাস কারা ভোগের পর মুক্তি পেয়ে সে অত্যন্ত আনন্দিত বলে প্রকাশ করেন।
কারাগারের সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সীমান্ত হতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাকে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ আটক করা হয়েছিল। পরে গত১০ জুলাই অবৈধ অনুপ্রবেশ অপরাধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত চার মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো পনেরো দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। সাজার মেয়াদ গ্রেফতারের তারিখ হতে কার্যকর হওয়ায় গত ১০আগষ্ট শেষ হয়। তৎসময় হতে আজ পর্যন্ত স্বদেশ প্রত্যাবাসনের অপেক্ষায় মুক্তি প্রাপ্ত বন্দি হিসেবে অত্র কারাগারে আটক ছিলেন।
বান্দরবান জেল পুলিশ সুপার মো. জান্নাত-উল-ফরহাদ জানান, অবৈধ অনুপ্রবেশ দায়ের মামলায় আদালত তাকে চার মাসের সাজা দেওয়া হয়। সাজার মেয়াদ গত ১০ আগষ্টে শেষ হয়। পরে নেপালের দূতাবাসে যোগাযোগ করা হলে যথাযথ সাড়া দেন নেপাল দূতাবাসের কর্মকর্তারা। সরকারি সকল আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে নেপাল দূতাবাসের কর্মকর্তাদের হাতে হস্তান্তর করা হয়েছে।