সাইফুল ইসলাম “রামগড়।
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় পৌর শহরের ১২টি দোকানে অভিযান চালিয়ে ৩ লক্ষ্য ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।
সোমবার (১১ ডিসেম্বর ২০২৩) দুপুর ১২- বিকেল ৪টা পযর্ন্ত রামগড় বাজার, মধ্য বাজার ও সোনাইপুল বাজার এলাকায় পণ্যের মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী ১২ টি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, বতর্মান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য। দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। পণ্য মজুদ করে মূল্যবৃদ্ধি না করতে সতর্ক করা হয় ব্যবসায়ীদের।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় উপস্থিত ছিলেন রামগড় থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তারেক- এএস আই সাদ্দাম হোসেন সহ পুলিশের সংঙ্গীয় ফোর্স ও সাংবাদিক বৃন্দ।