নিজস্ব প্রতিনিধি,রাঙ্গামাটি:
রাঙামাটি সদর উপজেলার সাপছড়িতে জীপগাড়ি ও মোটরসাইকেল সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহতের ঘটনা ঘটেছে।
সোমবার (১লা ফেব্রুয়ারি) সকাল ৯ টায় সাপছড়ি ইউনিয়নের দেপ্পোয়াছড়ি মোড় এলাকায় রাঙামাটি থেকে চট্রগ্রামগামী জীপগাড়ি (সিলেটে-ট ৫১৫০) এবং কাপ্তাই উপজেলা থেকে রাঙামাটিমুখী একটি মোটরসাইকেল (চট্টমেট্রো-হ ১৯৩০৭৮) সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে।
নিহত উসিমং মারমা কাপ্তাই বারোঘুনিয়া তালুকদার পাড়ার সুইজাইউ মারমার ছেলে। সে দক্ষিন কালিন্দপুরের ইউনাইটেড পারপাস জুম ফাউন্ডেশনের লীন প্রকল্পের এমএন্ডইউ পদে কর্মরত।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল জানান, ঘটনার খবর পেয়েই তারা ঘটনাস্থলে আসে। মোটরসাইকেল চালককে নিহতবস্থায় পেয়ে ডেড ব্যাগ করে পুলিশকে হস্তান্তর করেছে। এঘনায়া জীপ গাড়ির চালক পালাতক রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন পাল। এসময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।