হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে এডভোকেসি ও নেটওয়ার্কিং ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকালে সিপিপি পিএইপি প্রকল্প-২ কারিতাস রাজস্থলী শাখার আয়োজনে নিজস্ব উপজেলা শাখা অফিসে এই এডভোকেসি ও নেটওয়ার্কিং ফোরামের মাসিক সভার আয়োজন করা হয়।
উপজেলা পর্যায়ে এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভায় ফোরামের সকল সদস্য এবং কারিতাসের বিভিন্ন ইউনিয়নের উপকারভোগিদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন কারিতাসের (জেপিও এগ্রো-ইকোলজি) মিঃ উসিনু মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হেডম্যান উথিনসিন মারমা, সাংবাদিক হাবীবুল্লাহ মিসবাহ, কারিতাসের রাজস্থলী উপজেলার মাঠ কর্মকর্তা মিঃ সাধন কৃষ্ণ চাকমা, উথান মারমা, মংথ মারমা, মোঃ হাবিবুল্লাহ, রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সভায় গত মাসের আলোচ্য বিষয়বস্তুসমুহ কতটুকু বাস্তবায়ন হয়েছে এবং উপকারভোগীরা এর কতটুকু সুফল ভোগ করতে পেরেছে তা বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
বিশেষ করে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা, কৃষি উপকরণ, সার বীজ ইত্যাদি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসে যোগাযোগ করলে প্রান্তিক কৃষকরা এই বিষয়ে যথেষ্ট পরিমাণ সেবা পেতে পারে ।
এছাড়াও সরকারের উদ্যোগে দেওয়া বিভিন্ন ধরনের কৃষি উপকরণ ও সামগ্রী বিনামূল্যে প্রান্তিক কৃষকরা সহজেই পেতে পারে সেই বিষয়েও আলোচনা করা হয়।
সর্বোপরি পরিবেশ সুরক্ষায় কৃষক এবং দায়িত্বশীল ব্যক্তিদের যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে বলে ধারনা করেন বক্তারা।