মংহাইসিং মারমা, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে পার্বত্য চুক্তি (পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির) ২৬ বছর পূর্তি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ ডিসেম্বর) সকাল ৯ টায় বান্দরবান জেলা পরিষদ ও বান্দরবান রিজিয়ন এর যৌথ উদ্দ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে শান্তি মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।
মঙ্গল শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক রাজার মাঠে এসে শেষ হয়।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি।
প্রধান অতিথি বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেন, শান্তি চুক্তি পরবর্তী সময়ে আমরা পার্বত্য চট্টগ্রামে এর সুফল ভোগ করছি।
তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সকল সরকার পার্বত্য চট্টগ্রামের জনসাধারণের জীবনমানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন ভূমিকা পালন করে চলেছে। বান্দরবান সেনা রিজিয়ন এই ভূমিকা একটা অংশ হিসেবে স্থানীয় প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে। আমরা চাই স্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকুক। যাতে করে চুক্তি বাস্তবায়নে যারা কাজ করছে, জেলা প্রশাসন ও জেলা পরিষদ পাশাপাশি অন্যান্য বিভিন্ন সংস্থা সংগঠন গুলি চুক্তি সম্পূর্ণভাবে সম্পাদন করতে পারে।
এদিকে সরকারী বেরসকারী প্রতিষ্ঠানের উদ্যেগে পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও নিত্য ব্যবহার্য্য পণ্যের প্রদশর্নী মেলার আয়োজন হয়েছে।
এসময় অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুল হাসান, পুলিশ সুপার সৈকত শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোঃ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর, সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান, পৌর মেয়র সামশুল ইসলামসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও শান্তি চুক্তি ২৬তম বর্ষপুর্তি উপলক্ষে সেনা জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প, কম্বল বিতরণ, মহিলা হ্যান্ডবল খেলা ও সন্ধ্যায় রাজার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।