(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি সদরস্থ ইসিবি চত্ত্বর থেকে শুল্ক ফাঁকি দেওয়া ১হাজার ৭০০কার্টুন বিদেশি সিগারেট, বহনকৃত ট্রাক ও অর্ধকোটি টাকার মালামালসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ, আজ জেলহাজতে প্রেরণ।
গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ টিম ২৭/১১/২০২৩ তারিখ দিবাগত রাত ০১.৩০ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র) আরাফাত বিন ইউসুফ, সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোঃ আল-আমিন, এএসআই(নিঃ) লিটন কান্তি দেবনাথ, এএসআই(নিঃ) নুর আহাম্মদ মজুমদার, এএসআই(নিঃ) কল্প রঞ্জন চাকমা সঙ্গীয় ফোর্সসহ মহালছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনায় নিন্মোক্ত মালামালসহ মোঃ সফিকুল আলম (২৩), পিতা-মৃত আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
অবৈধ পাচারকারীর নিকট হইতে ১। ৯৫০( নয়শত পঞ্চাশ ) কার্টুন Super Slims Mond সিগারেট; প্রতি কার্টুনে ১০ প্যাকেট করিয়া ৯৫০০ প্যাকেট সিগারেট। ২। ৭৫০( সাতশত পঞ্চাশ) কার্টুন premiun quality blend oris সিগারেট, প্রতি কার্টুনে ১০ প্যাকেট করিয়া মোট ৭৫০০ প্যাকেট সিগারেট, সর্বমোট ১৭,০০০(সতেরো) প্যাকেট সিগারেট। যার বাজার মূল্য হিসেব করলে ৯৫০( নয়শত পঞ্চাশ ) কার্টুন Super Slims Mond সিগারেট; ১৯,০০,০০০/- (উনিশ লক্ষ ) টাকা ২। ৭৫০ (সাতশত পঞ্চাশ) কার্টুূন premiun quality blend oris সিগারেট,যাহার আনুমানিক মূল্য = ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা ,সর্বমোট ৩৪০০০০০/- (চৌত্রিশ লক্ষ) টাকাএবং ০১(এক)টি চার চাকা বিশিষ্ট পিকআপ গাড়ি, ১৫ বস্তা কচুর ছড়া উদ্ধার করা হয়।
স্বীকার উক্তি অনুসারে মাতা-মোছাঃ ছকিনা খাতুন,গ্রামঃ স্বনির্ভর বাজার, ০১নং পৌর ওয়ার্ড, ০১নং খাগড়াছড়ি সদর ইউপি, থানা-খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা বাসিন্দা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান বলেন উপজেলার অভ্যন্তরীন আইন শৃঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম) নির্দেশনা অনুসারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা এবং বাস্তবায়ন করে যাচ্ছি। এই নীতি বাস্তবায়নে মহালছড়ি থানা পুলিশের প্রতিটি বীট পুলিশিং বা ইউনিট কার্যক্রম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।