মংহাইথুই মারমা, রুমা প্রতিনিধি
বান্দরবানে রুমা উপজেলায় সদর ইউনিয়নে মুনলাই পাড়ার এলাকায় গিয়ে খোঁজ নিলেন জোন কমান্ডার ক ম আরাফাত আমিন। গত সোমবার সকালে মুনলাই পাড়া ট্রেড সেন্টারে এক মতবিনিময় সভায় সম্প্রীতি ঘটে যাওয়া বিষয় নিয়ে খুব শীঘ্রই সমাধানে আনার সুপরামর্শ প্রদান করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং রেমাক্রী প্রাংসা ইউনিয়নের চেয়ারম্যান জিরা বম, পাড়ার প্রধান (কারবারি) ও স্থানীয় ব্যক্তিবর্গ।
এ সময় রুমার বিভিন্ন বম পাড়ার ও মুনলাই পাড়াযসহ অতিসত্বর বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং শিক্ষা সামগ্রী বিতরণসহ সাধারণ মানুষের জীবযাত্রার মানোন্নয়নে বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করা হবে বলে জানান মতবিনিময় সভায় সভাপতি রুমা জোন কমান্ডার।