ওমর ফারুক আকাশ,
গুইমারা উপজেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দুঃস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে গুইমারা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা প্রমুখ।
অনুষ্ঠানে ১০ জন দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষকে ১বান্ড করে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বুদংপাড়া মসজিদ মক্তবকে ২বান্ড করে মোট ১২বান্ড ঢেউটিন ও জনপ্রতি ৩‘হাজার টাকা ও বুদংপাড়া মসজিদ মক্তবকে ৬ হাজার টাকা করে মোট ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।