মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরে প্রতিষ্ঠিত গিরি কলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মানিকছড়ি (সদর) ইউপি’র ৭নম্বর ওয়ার্ডের সদস্য মো. হানিফ।
রবিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট ও ভলিবল খেলার সামগ্রী বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশ ঘটানোর লক্ষে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।”
এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।