মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- দেশব্যাপী চলমান হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে কলেজ ছাত্রলীগে আয়োজনে ছাত্র সমাজের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর ও সাধারণ সম্পাদক মো. আকতার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।
কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর ও সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন।