কাউখালী প্রতিনিধি (রাঙামাটি)ঃ
‘‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’ এই প্রতিপাদ্যকে নিয়ে সারা দেশের ন্যায় কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কাউখালী থানার উদ্যোগে র্যালী আয়োজন করা হয়। র্যালিটি কাউখালী উপজেলা প্রাঙ্গন থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে সম্পন্ন হয়। কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কাউখালী থানার আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া। বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মার্মা, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এরশাদ সরকার, বিআরডিবির কর্মকর্তা বেলাল উদ্দিন ও ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন।
এ সময় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে কাউখালী থানা ও ফাঁড়ি পুলিশ সদস্যরা নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার সাধারন জনগনের পাশে থেকে সার্বিক পরিস্থিতি নিরাপত্তা ও আইনি সহযোগিতা হিসেবে পুলিশ সর্বাত্বক সাধারন জনগনের পাশে আছে, থাকবে। সমাজের অবহেলিত মানুষদের আইনি সহায়তা ও সেবায় সার্বক্ষণিক পুলিশ জনগনের বন্ধু হিসেবে কাজ করছেন। পাশাপাশি পুলিশকে বন্ধু ভেবে সহযোগিতার আহ্নবান জানান।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে জনগণ এখন পুলিশ বান্ধব। আগেকার সময়ে পুলিশ দেখলে সাধারন মানুষ পালিয়ে যেতো। বর্তমান পরিস্থিতিতে জনগণ থানায় যেকোন সময়ে, যখন-তখন থানায় এসে অভিযোগ জানাতে পারছে। এমনকি থানা অফিসার ইনচার্জ থেকে শুরু করে জেলা পুলিশ সুপারকে সরাসরি অভিযোগ দিতে পারছেন বলে বক্তারা জানান। তজ্জন্য কমিউনিটি পুলিশকে সাধুবাদ জানানো হয়। কমিউনিটি পুলিশ সদস্যরা আছেন বলে বর্তমান সময়ে নিরীহ জনসাধারণ পুলিশ বান্ধবে গড়ে তোলা সম্ভব হয়েছে। ধর্ষণ, মাদক পাচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। বিভিন্ন ধরণের অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান রাখতে হবে। এছাড়াও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ফলে সেবা প্রদানকারীদের মধ্যে দূরত্ব কমে ঘনিষ্ঠতা বাড়ছে। পাশাপাশি সরকারি সেবা জনগণের দোরগড়ায় দ্রুত সময়ে পৌঁছে দেওয়ার ফলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকারি কর্মকর্তাদের প্রতি জনসাধারণের আস্থা বেড়েছে বলেও মন্তব্য করেন।
কমিউনিটি পুলিশিং আইনি সহায়তায় বিশেষ অবদান রাখায় সম্মননা স্বারক হিসেবে এসআই (নিঃ) মোঃ রোমান হোসেন ও ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিনকে ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, কাউখালী উপজেলার রাজনৈতিকবৃন্দ, কাউখালী থানার অফিসার ও ফোর্সগণ, চেকপোস্টের ইনচার্জ ও ফোর্সগণ, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কাউখালী উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।