মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দোছড়ি পাড়া আদর্শ বৌদ্ধ বিহারে ৬ষ্ঠ তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৯টায় বিহার প্রাঙ্গণে ওয়াকছড়ি ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তমা মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী। এতে প্রধান ধর্মালোচক ছিলেন চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. জিনবোধী মহাথের। বিশেষ ধর্মদেশক ছিলেন ভদন্ত আনন্দশ্রী মহাথের।
দোছড়ি পাড়া আদর্শ বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকা আয়োজিত অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে পুণ্য সঞ্চয় করার লক্ষে শতশত পুণ্যার্থী বিহারে সমবেত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ পুজা, সংঘ দান, অস্টপরিস্কার দান, হাজার প্রদীপ দান, ধর্মাসন দান, পানীয় দান পিন্ড দানসহ নানাবিধ দানীয় সামগ্রী উৎসর্গ করা হয়।
ধর্মদেশনায় বাইন্যাছোলা মৈত্রী বৌদ্ধ বিহার অধ্যক্ষ সুর্বণ ভিক্ষু, গুইমারা একজোদা বৌদ্ধ বিহার অধ্যক্ষ কুশল প্রীতি ভিক্ষু, গুইমারা কলেজ পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ ধম্মানন্দ ভিক্ষু ও নোয়াপাড়া স্বধর্মা ভাবনা কেন্দ্রে অধ্যক্ষ জিনু মিত্র ভিক্ষুসহ বিভিন্ন বিহারের অধ্যক্ষগণ অংশগ্রহণ করেন।
এসময় জগতের সব প্রাণীর সুখ শান্তি ও মঙ্গল কামনা করে ধর্মীয় গুরুরা পুন্যার্থীর উদ্দেশে ধর্ম দেশনা প্রদান করেন। সন্ধ্যায় ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে হাজার প্রদীপ প্রোজ্জ্বল ও আকাশে ফানুস উড়ানোর মধ্যেদিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা।