সাইফুল ইসলাম (“রামগড়) খাগড়াছড়ি।
বিচারহীনতা “অপশাসন ” সীমাহীন দূর্নীতি” অনাচার অর্থ পাচার ও দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতি “২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশের অর্তকিত হামলা” বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেপ্তার” নির্যাতনের প্রতিবাদ ও অবৈধ হাসিনার পদত্যাগসহ গণতন্ত্র পুর্নপ্রতিষ্ঠার এক দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ভাবে সড়ক অবরোধ পালিত হয়েছে।
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে খাগড়াছড়ি -থেকে দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ ছিলো । মঙ্গলবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলা থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী ” ঢাকার উদ্দেশ্য কোনো বাস স্টেশন থেকে ছেড়ে যায়নি।
বন্ধ ছিলো সকল টিকেট কাউন্টারগুলো।
এদিকে অবরোধ কে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর -মাঠিরাঙ্গা ” মানিকছড়ি ” লক্ষীছড়ি” দীঘিনালা পানছড়ি” গুইমারা রামগড় সহ উপজেলাগুলোর হাটবাজার জনসমাগম ছিলো কম” সিএনজি অটোরিকশা ও ব্যাক্তিগত গাড়ি চলাচল করলেও অন্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ পয়েন্টে ছিল পুলিশ মোতায়েন অবরোধ চলাকালীন বড় ধরনের কোন সংঘাতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ যে মঙ্গলবার “বুধবার ” বৃহস্পতিবার টানা ৩দিনের অবরোধ ডেকেছিল বিএনপি ” তার মধ্যে আজ ৩১ অক্টোবর দেশব্যাপী ৩দিনের ১ম দিন শান্তিপূর্ণ ভাবে অবরোধ পালিত হয়েছে।