সাইফুল ইসলাম -(রামগড়) খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়িতে বিএনপির পিকেটিংয়ে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ।পার্বত্য জেলা খাগড়াছড়ি সহ বিভিন্ন উপজেলা আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল- সন্ধ্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হরতাল পালিত হয়েছে ” সকাল ১০টার দিকে শহরের আদালত সড়কের ভাঙ্গাব্রিজ এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিলে এসময় পুলিশের টিয়ারসেল নিক্ষেপে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
জানা গেছে, সকালবেলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের নেতৃত্বে ভাঙ্গাব্রিজ এলাকায় বিএনপির নেতাকর্মীরা পিকেটিং করে। এ সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করে ও কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।তবে বড় ধরনের কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি পরে জানাবে বলে জানান।
খাগড়াছড়ি সদর “মাঠিরাঙ্গা “মানিকছড়ি “দীঘিনালা ” পানছড়ি”রামগড়”মহালছড়ি ” লক্ষীছড়ি” গুইমারাতে শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত হয়। হরতালের কারণে দূরপাল্লার যানবাহন না চললেও খাগড়াছড়ি সদর সহ বিভিন্ন উপজেলায় সিএনজি অটোরিকশা, টমটম ” রিক্সা ও ব্যাক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও অন্যদিনের তুলনায় কিছু টা কম ছিল । তবে দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠান আংশিক বন্ধ দেখা গেছে ” গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ যে –২৮ অক্টোবর নয়াপল্টন স্থলে বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে নেতাকর্মীদের উপর আওয়ামী / পুলিশের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজ রবিবার ২৯ অক্টোবর সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি।