মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- ধর্মীয় আনুষ্ঠানিকতা, মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বল, নারী শক্তির আলোকে শ্রুতি নাটক পরিবেশন ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। এবছর উপজেলার ৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
শুক্রবার (২০অক্টোবর) সন্ধ্যায় মহাষষ্ঠীতে উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলের মধ্যদিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ও ধর্মীয় গুরু সাধনানন্দ ব্রহ্মচারী।
পূজা উদযাপন কমিটির সভাপতি আদিত্য ভট্টাচার্য লিংকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনচারুল করিম, সনাতন সমাজ কল্যাণ পরিষদের উপজেলা শাখার উপদেষ্টা অজিত কুমার নাথ, দিলীপ দে, সন্তোষ কুমার চৌধুরী, সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক ডা. অমর কান্তি দত্ত, শ্রী শ্রী রাজশ্যামা কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাদল কান্তি সেন, সাধারণ সম্পাদক তুষার পাল, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামাউন ফরাজী সামু, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমীর দেব, মানিকছড়ি আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের পরিচালক ডালিয়া রায় প্রমুখ।
উদ্বোধন শেষে মানিকছড়ি আর্ট এন্ড কালচার ইনস্টিটিউট ও স্থানীয় সনাতন শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার থেকে মহাসপ্তমীর দিন মহাধুমধামে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা, শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে পূজা মন্ডপ গুলো। বছর ঘুরে দেবীর আগমনিবার্তায় উৎসবের আমেজ এখন হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে।