(রিপন ওঝা, মহালছড়ি)
মহালছড়িতে দলীয় কার্যালয়ে ১৮অক্টোবর ২০২৩ বুধবার সন্ধ্যা ৬.০০ঘটিকায় হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৬০তম শুভ জন্মদিন ও জাতীয় শেখ রাসেল দিবস-২০২৩ পালন উপলক্ষে কেক কাটা হয়।
উক্ত কর্মসূচীতে উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন’র সঞ্চালনায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল গুরুত্বপূর্ণ বক্তব্য ও সভাপতিত্ব করেন।
উক্ত কর্মসূচীতে রতন কুমার শীল বলেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারকে বারবার দরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে মডেল মসজিদ মসজিদ নির্মাণ করেছেন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, উপজেলা পরিষদ কমপ্লেক্স, আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা ভবন নির্মান, প্রতি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ এগিয়ে চলছে, প্রাথমিক শিক্ষা হতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নানাধরনের উপবৃত্তি দিচ্ছেন, বিনামূল্যে বই বিতরণ করছে,বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ, ভিজিডি, টিএসএফ, রেশন প্রদান, সারবীজ সহ কৃষিতে ভর্তুকী প্রদান, সীমান্ত সড়ক নির্মান, অভ্যন্তরীন সড়কে যোগাযোগে পদ্মাসেতু, মেট্রোরেল, উড়ালসেতু, গ্রামে ছোটবড় ব্রীজ কালভার্ট নির্মান। তাই উন্নয়নকে আরো তরান্বিত করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকায় জনগণের সাথে যোগাযোগ করে ভোটদানে স্বতঃষ্ফুর্ত অংশগ্রহনমূলক পরিবেশ তৈরিতে ও নৌকা মার্কায় ভোট দিতে অগ্রনী ভূমিকা রাখতে উপস্থিত সকল নেতাকর্মীদের প্রতি আন্তরিক অনুরোধ জানান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং মিডিয়া কর্মীগণ।
মহালছড়ি উপজেলা প্রশাসন ও মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি এপিবিএন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, থলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়, সিঙ্গিনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুল পৃথক পৃথক কর্মসূচী পালন করেন।
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা’র নেতৃত্ব কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে র্যালী নিয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে ফিরে এসে বিশেষ কর্মসূচী সমপন্ন করা হয়েছে।