মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী। উচ্চ শিক্ষায় কলেজে ভর্তিসহ ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করতে কার্যকরী ভূমিকা রাখছেন তিনি।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র পরিবারের ১৪ জন মেধাবী শিক্ষার্থীকে একাদশ শ্রেণীতে ভর্তি হতে আর্থিকভাবে সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়াও সম্প্রতি উপজেলার এয়াতলংপাড়া এলাকার ঝরে পড়া স্কুল শিক্ষার্থী সোনালী মারমা ও এতিম শিশু মো. আরিফুল ইসলামের পড়াশোনা সকল ব্যবস্থা করাসহ বিগত এক বছরে অর্ধশতাধিক দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সহযোগিতা করেছেন ইউএনও রক্তিম চৌধুরী।
ইউএনও’র সহযোগিতায় একাদশ শ্রেণীতে ভর্তি হতে পেরে পাখি ত্রিপুরা জানান, ‘আমি দরিদ্র বাবা-মায়ের সন্তান! টাকার অভাবে কলেজে ভর্তি অনিশ্চিত হওয়ার পথে ছিলাম। উপজেলা ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের মাধ্যমে ইউএনও মহোদয়ের শরণাপন্ন হলে তিনি আমাকে সহযোগিতা করেন’।
ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের উপজেলা শাখার সভাপতি প্রেম চন্দ্র ত্রিপুরা জানান, ‘টাকার অভাবে এসএসসি পাস করা দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা কলেজে ভর্তি অনিশ্চিত হওয়ার খবরে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী মহোদয় ৫ অক্টোবর ১৪জন শিক্ষার্থীকে কলেজে ভর্তির যাবতীয় অর্থ সহায়তা দিয়েছেন’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রক্তিম চৌধুরী বলেন, ‘যে সকল শিক্ষার্থী অর্থাভাবে পড়াশোনা করতে পারছে না, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছেলেমেয়েরা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় ভর্তি অনিশ্চিত এটা একজন সচেতন ব্যক্তি হিসেবে মেনে নিতে কষ্ট হয়! তাই সাধ্য অনুযায়ী মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সারথি হতে চেষ্টার অংশ হিসেবে সর্বশেষ ১৪জনের কলেজ ভর্তি নিশ্চিত করেছি’।