মো. রবিউল হোসেন:- খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিষ্ঠিত ইসলামী সংগঠন বাটনাতলী ওলামা পরিষদের আয়োজনে সীরাত সেমিনার ও রাসুল (সা.) এর জীবনাদর্শের উপর আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার ডাইনছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মাওলানা ক্বারী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সাইন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ ফ ম খালেদ হোসাইন।
এতে বিশেষ আলোচনা করেন সংগঠনের উপদেষ্ঠা মুফতি আনোয়ার হোসাইন, পান্নাবিল জামে মসজিদের খতিব মুফতি ইমরান হোসেন, কালাডেবা বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মুফতি আকরাম হোসেন, মাইসছড়ি বাইতুন নুর জামে মসজিদের খতিব মাওলানা বশির উদ্দিন, ডাইনছড়ি বড় জামে মসজিদের খতিব মাওলানা কবির আহম্মেদ ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম হোসাইন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘আদর্শ সমাজ বিনির্মাণে রাসূল (সা.) এর সিরাতকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। রাসূল (সা.) এর সীরাত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং তা অনুসরণের জন্য মানুষকে উৎসাহিত করতে হবে। এ ব্যাপারে রাসূল (সা.) এর আদর্শের অনুসারী প্রত্যেক মানুষকে একজন দা’য়ীর ভূমিকা পালন করতে হবে’। প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.) এর দেখানো মানবীয় মূল্যবোধের প্রতি গুরুত্বদিয়ে সকল সুন্নাহ পরিপূর্ণভাবে আমল করার আহ্বান জানান বক্তারা।
পরে প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান ও আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।